রূপকল্প (Vision):
সুশাসন (Good Governance) নিশ্চিত করে একটি আধুনিক ব্যবস্থাপনা কাঠামো (Modern Management Framwork) বিনির্মাণের মাধ্যমে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন যা জনগণের (People) কল্যাণে অবদান রাখবে।
অভিলক্ষ (Mission):
• অধিকতর রাজস্ব আহরণ (Increased Revenue Collection);
• উন্নতর করদাতা সেবা প্রদানের লক্ষ্যে অফিস ব্যবস্থাপনা উন্নয়ন (Improved Office Management for Better Taxpayer’s Service);
• স্টেক হোল্ডারদের সাথে সম্প্রীতির সম্পর্ক সৃষ্টি (Impressive Stakeholder’s Relation);
• তথ্য- প্রযুক্তির অধিকতর ব্যবহার (Increased Use of ICT) এবং
• নিষ্ঠার সাথে কর্ম পরিচালনা ও সেবা দান (Lead and Serve with Integrity)
কর অঞ্চল-৪, ঢাকা সম্পর্কিত তথ্যাদিঃ
কর অঞ্চল-৪, ঢাকা এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জসহ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারেরকার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে।
কোম্পানী সার্কেল ৬টি (সার্কেল-৬৭, ৬৮, ৬৯,৭৩,৭৪,৭৯)
অধিক্ষেত্রঃ
১। ইংরেজী বর্ণমালার “C” এবং “W” আদ্যক্ষর বিশিষ্ট সকল কোম্পানী এবং ইহার পরিচালকগণ।
২। ইংরেজী বর্ণমালার “B” এবং “N” আদ্যক্ষর বিশিষ্ট সকল গার্মেন্টস কোম্পানী এবং ইহার পরিচালকগন।
৩। ঢাকা সিভিল জেলার সকল ট্রাভেল এজেন্ট ও জনশক্তি রপ্তানীকারক কোম্পানী এবং ইহার পরিচালকগণ।
বৈতনিক সার্কেল ৫টি (সার্কেল-৭১,৭৫, ৭৬, ৮০, ৮৫)
অধিক্ষেত্রঃ বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারী (ডাক্তার ও শিক্ষক ব্যতীত)
টেরিটোরিয়াল সার্কেল ৮টি (সার্কেল-৭২, ৭৮, ৮১, ৮৩, ৮৪, ৮৬, ৮৭, ৮৮)
সার্কেল অধিক্ষেত্র
৭২,৭৮,৮১,৮৬ (আজিমপুর রোড, বক্শী বাজার, পলাশী ব্যারাক, হোসনী দালান এলাকা, চক সার্কুলার রোড, মোহাম্মদ আজগরলেন, উর্দ্দু রোড, দেওয়ান লেন, হায়দার বক্স লেন, নন্দ কুমার দত্ত লেন, হরনাথ রোড কে.বি. রোড এলাকা, নবাবগঞ্জ, কাশ্মীরিটোলা, লালবাগ, আমলীগোলা)
৮৩ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা)
৮৪, ৮৭, ৮৮ (কেরানীগঞ্জ উপজেলা)
ঠিকাদারী সার্কেল ১টি (সার্কেল-৭৭)
অধিক্ষেত্রঃ কোম্পানী ব্যতীত ইংরেজী বর্ণমালার “S” দ্বারা শুরু ঠিকাদার শ্রেনীর কর মামলা সমূহ।
ট্রাভেল এজেন্ট সার্কেল ২টি (সার্কেল-৭০, ৮২)
অধিক্ষেত্রঃ ঢাকা সিভিল জেলার সকল ট্রাভেল এজেন্ট ও জনশক্তি রপ্তানীকারক (কোম্পানী ব্যতীত)