Services

কর অঞ্চল-৪ঢাকা সম্পর্কিত তথ্যাদিঃ
কর অঞ্চল-৪, ঢাকা এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জসহ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারেরকার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে।

কোম্পানীসার্কেল৬টি (সার্কেল৬৭৬৮৬৯,৭৩,৭৪,৭৯)
অধিক্ষেত্রঃ  ১। ইংরেজী বর্ণমালার “C” এবং  “W” আদ্যক্ষর বিশিষ্ট সকল কোম্পানী এবং ইহার পরিচালকগণ।
২। ইংরেজী বর্ণমালার “B” এবং  “N” আদ্যক্ষর বিশিষ্ট সকল গার্মেন্টস কোম্পানী  এবং ইহার পরিচালকগন।
৩। ঢাকা সিভিল জেলার সকল ট্রাভেল এজেন্ট ও জনশক্তি রপ্তানীকারক কোম্পানী এবং ইহার পরিচালকগণ।

বৈতনিকসার্কেল৫টি (সার্কেল৭১,৭৫৭৬৮০৮৫)
অধিক্ষেত্রঃ বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারী (ডাক্তার ও শিক্ষক ব্যতীত)

টেরিটোরিয়াল  সার্কেল ৮টি (সার্কেল-৭২, ৭৮, ৮১, ৮৩, ৮৪, ৮৬, ৮৭, ৮৮)

সার্কেল

অধিক্ষেত্র

৭২,৭৮,৮১,৮৬

আজিমপুর রোড, বক্শী বাজার, পলাশী ব্যারাক, হোসনী দালান এলাকা, চক সার্কুলার রোড, মোহাম্মদ আজগরলেন, উর্দ্দু রোড, দেওয়ান লেন, হায়দার বক্স লেন, নন্দ কুমার দত্ত লেন, হরনাথ রোড কে.বি. রোড এলাকা, নবাবগঞ্জ, কাশ্মীরিটোলা, লালবাগ, আমলীগোলা

৮৩

দোহার ও নবাবগঞ্জ উপজেলা

৮৪, ৮৭, ৮৮

কেরানীগঞ্জ উপজেলা

 

ঠিকাদারীসার্কেল১টি (সার্কেল৭৭)
অধিক্ষেত্রঃ কোম্পানী ব্যতীত ইংরেজী বর্ণমালার “S” দ্বারা শুরু ঠিকাদার শ্রেনীর কর মামলা সমূহ।

ট্রাভেলএজেন্টসার্কেল২টি (সার্কেল৭০৮২)
অধিক্ষেত্রঃ ঢাকা সিভিল জেলার সকল ট্রাভেল এজেন্ট ও জনশক্তি রপ্তানীকারক (কোম্পানী ব্যতীত)

উৎসেকরকর্তনসম্পর্কিততথ্য

ক্রমিক নং

ধারা

উৎসে কর র্কতনরে খাত

উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ

কর কর্তনের হার

কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষের এলাকা/অবস্থান

০১

৫২জেজে

কোন নিবাসী ট্রাভেল এজেন্টকে যাত্রী পরিবহন জনিত টিকিট বিক্রয়ের বিপরীতে কমিশন  অথবা ডিসকাউন্ট অথবা ইনসেনটিভ বোনাস অথবা অর্থমূল্য পরিবর্তনশীল অন্য যে কোন নামে অভিহিত করা হোক না কেন কোন অর্থ পরিশোধকালে টিকিট মূল্য অথবা পন্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া মূল্য। এয়ারলাইন্স বা জেনারেল সেলস এজেন্ট (GSA) বা অনুরুপ কোন কর্তৃপক্ষ।

০.৩০%

ঢাকা সিভিল জেলা

০২

৫২পি

কনভেনশন হল, কনফারেন্স সেন্টার বা কক্ষ, হল, হোটেল, কমিউনিটি সেন্টার বা রেষ্টুরেন্টকে ভাড়া প্রদান কালে উৎসে কর কর্তন। সরকার,  কোন কর্পোরেশন, আইনসিদ্ধ কর্তৃপক্ষ, কোম্পানী, এনজিও, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রকৌশল কলেজ।

৫%

ঢাকা জেলা।

০৩

৫৩বি

জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে রপ্তানীকারককে প্রদেয় সার্ভিস চার্জ বা ফিস হইতে উৎসে কর কর্তন। মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

১০%

সমগ্র বাংলাদেশ।

০৪

৫৩বিবি

নীট ওয়্যার এবং ওভেন গার্মেন্টস, টেরিটাওয়েল, গার্মেন্টস এর কার্টুন এবং এ্যাকসেসরিজ, পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, শাক-সবজি, চামড়াজাত পণ্য ও প্যাকেটকৃত খাদ্য রপ্তানীর উপর উৎসে কর কর্তন।

ব্যাংক

০.৬০%

সমগ্র বাংলাদেশ।

০৫

৫৩বিবিবিবি

নীট ওয়্যার এবং ওভেন গার্মেন্টস, টেরিটাওয়েল, গার্মেন্টস এর কার্টন এবং এ্যাকসেসরিজ, পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, শাক-সবজি, চামড়াজাত পণ্য ও প্যাকেটজাত খাদ্য ব্যতীত অন্য যে কোন রপ্তানী পণ্যের উপর উৎসে কর কর্তন।

ব্যাংক

০.৬০%

সমগ্র বাংলাদেশ।

০৬

৫৩ডিডিডি

রপ্তানী বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রপ্তানী সহায়তা হিসাবে সরকার কর্তৃক প্রদেয় নগদ সুবিধা বা Cash sbsidy এর উপর উৎসে কর কর্তন।

ব্যাংক

৩%

সমগ্র বাংলাদেশ।

নোট-১ঃ ৫২ জেজে ধারায় টিকিট মূল্য বা কার্গো ভাড়া বাবদ মোট মূল্য হইতে প্রযোজ্যতা অনুযায়ী embarkation    fees, travel tax, flight safety insurance, security tax এবং airport tax বাদ দিয়ে অবশিষ্ট অংকের উপর  ০.৩০% হারে    উৎসে কর কর্তন করতে হইবে।

নোট-২: উৎসে কর্তিত কর জমা প্রদানের কোড ঃ
কোম্পানীর ক্ষেত্রে : ১-১১৪১-০০১৫-০১০১
ব্যক্তির ক্ষেত্রে    : ১-১১৪১-০০১৫-০১১১