Current Year

২০২১-২০২২করবছরেরজন্যপ্রযোজ্যআয়করেরহার

Income-Tax Ordinance, 1984 (Ordinance, No. XXXVI of 1984এরSection 2(46)এসংজ্ঞায়িতব্যক্তিগণের(person) মধ্যেযাহাদেরক্ষেত্রেঅনুচ্ছেদ-খপ্রযোজ্যহইবেনাসেইসকলপ্রত্যেকব্যক্তি-করদাতা (অনিবাসীবাংলাদেশীসহ), হিন্দুযৌথপরিবারওঅংশীদারিফার্মেরক্ষেত্রেমোটআয়েরউপরআয়করেরহারহবেনিম্নরূপ হইবে,যথাঃ-

 মোটআয়করহার
(ক)প্রথম৩,০০,০০০/- টাকাপর্যন্তমোটআয়েরউপরশূন্য
(খ)পরবর্তী১,০০,০০০/- টাকাপর্যন্তমোটআয়েরউপর৫%
(গ)পরবর্তী৩,০০,০০০/- টাকাপর্যন্তমোটআয়েরউপর১০%
(ঘ)পরবর্তী৪,০০,০০০/- টাকাপর্যন্তমোটআয়েরউপর১৫%
(ঙ)পরবর্তী৫,০০,০০০/- টাকাপর্যন্তমোটআয়েরউপর২০%
(চ)অবশিষ্টমোটআয়েরউপর২৫%

তবেশর্তথাকেযে-

(ক) তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলাকরদাতাএবং৬৫বছরবাতদূর্দ্ধবয়সেরকরদাতারকরমুক্তআয়েরসীমাহইবে৩,৫০,০০০/- টাকা;

(খ)প্রতিবন্ধীব্যক্তিকরদাতারকরমুক্তআয়েরসীমাহইবে৪,৫০,০০০/- টাকা;

(গ)গেজেটভুক্তযুদ্ধাহতমুক্তিযোদ্ধাকরদাতারকরমুক্তআয়েরসীমাহইবে৪,৭৫,০০০/- টাকা;

(ঘ)কোনোপ্রতিবন্ধীব্যক্তিরপিতামাতাবাআইনানুগঅভিভাবকেরপ্রত্যেকসন্তান/পোষ্যেরজন্যকরমুক্তআয়েরসীমা৫০,০০০/-টাকাঅধিকহইবে;প্রতিবন্ধীব্যক্তিরপিতাওমাতাউভয়েইকরদাতাহইলেযেকোনোএকজনএইসুবিধাভোগকরিবেন;

(ঙ)ন্যূনতমকরেরপরিমাণকোনভাবেইনিম্নরূপেবর্ণিতহারেরকমহইবেনা, যথাঃ-

এলাকারবিবরণন্যূনতমকরেরহার (টাকা)
ঢাকাউত্তরসিটিকর্পোরেশন, ঢাকাদক্ষিণসিটিকর্পোরেশনওচট্রগ্রামসিটিকর্পোরেশনএলাকায়অবস্থিতকরদাতা৫,০০০/-
অন্যান্যসিটিকর্পোরেশনএলাকায়অবস্থিতকরদাতা৪,০০০/-
সিটিকর্পোরেশনব্যতীতঅন্যান্যএলাকায়অবস্থিতকরদাতা৩,০০০/-

(চ)কোনকরদাতাযদিস্বল্পউন্নতএলাকা(less developed area)বাসবচেয়েকমউন্নতএলাকায়(less developed area)অবস্থিতকোনক্ষুদ্রবাকুটিরশিল্পেরমালিকহনএবংউক্তকুটিরশিল্পেরদ্রব্যাদিউৎপাদননিয়োজিতথাকেন, তাহাহইলেতিনিউক্তক্ষুদ্রবাকুটিরশিল্পহইতেউদ্ভূতআয়েরউপরনিম্নবর্ণিতহারেআয়কররেয়াতলাভকরিবেন, যথাঃ-

 বিবরণরেয়াতেরহার
(অ)যেক্ষেত্রেসংশ্লিষ্টবৎসরেরউৎপাদনেরপরিমাণপূর্ববর্তীবৎসরেরউৎপাদনেরপরিমাণেরতুলনায়১৫% এরঅধিক, কিন্তু২৫% এরঅধিকনহেসেইক্ষেত্রেউক্তআয়েরউপরপ্রদেয়আয়করের৫%;
(আ)যেক্ষেত্রেসংশ্লিষ্টবৎসরেরউৎপাদনেরপরিমাণপূর্ববর্তীবৎসরেরউৎপাদনেরপরিমাণেরতুলনায়২৫% অধিকনহেসেইক্ষেত্রেউক্তআয়েরউপরপ্রদেয়আয়করের১০%।

ব্যাখ্যা।– এই অনুচ্ছেদ-

(১) প্রতিবন্ধীব্যক্তি(person with disability)বলিতেপ্রতিবন্ধীব্যক্তিরঅধিকারওসুরক্ষাআইন, ২০১৩ (২০১৩সনের৩৯নংআইন) এরধারা৩১মোতাবেকপ্রতিবন্ধীহিসাবেনিবন্ধিতব্যক্তিকেবুঝাইবে; এবং

(২) “সবচেয়েকমউন্নতএলাকা (least developed area)” বা “স্বল্পউন্নতএলাকা (less developed area)” অর্থIncometax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984)এরsection 45এরsub-section (2A)এরclauses (b)এবং(c)এরবিধানঅনুসারেবোর্ডকর্তৃকনির্দিষ্টকৃতসবচেয়েকমউন্নতএলাকা(least developed area)বাস্বল্পউন্নতএলাকা(less developed area)।

অনুচ্ছেদ-খ

কোম্পানি, ব্যক্তি-সংঘ, আইনী সত্তা, আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি এবং সেসকলকরদাতা,যাহাদেরক্ষেত্রেIncometax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984)অনুযায়ীসর্বোচ্চহারে(at the maximum rate)আয়করআরোপিতহয়-

(১)“যে কোম্পানির রেজিষ্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানি হইতে লব্দ ডিভিডেন্ড আয় ব্যতিরেকে অন্য” সর্ব প্রকার আয়ের উপর-
(ক) দফা (খ), (গ), (ঘ) ও (ঙ) তে বর্ণিত কোম্পানিসমূহের ক্ষেত্র ব্যতীত-
 (অ)এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে যাহা publicly traded company-উক্ত আয়ের ২২.৫%: তবে শর্ত থাকে যে, যদি এইরূপ কোম্পানি যাহা publicly traded company নহে, উহার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০% শেয়ার Intial Public Offering (IPO)এর মাধ্যমে হস্তান্তর করে, তাহা হইলে এইরূপ কোম্পানি উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বৎসরে প্রযোজ্য আয়করের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ করিবে;
 (আ)এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রেউক্ত আয়ের ২৫%;
 (ই)এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে যাহা publicly traded companyনহে, এবং Incometax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 2 এর clause (20)এরsub-clauses (a), (b) (bb), (bbb) ও (c)এর আওতাধীন অন্যান্য কোম্পানির ক্ষেত্রে-উক্ত আয়ের ৩০%:
(খ) ব্যাংক, বীমা, মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ও আর্থিকপ্রতিষ্ঠানসমূহ(মার্চেন্টব্যাংকব্যতীত):   (অ) এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে যাহা publicly traded company-    উক্ত আয়ের ৩৭.৫%;
  (আ) এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে যাহা publicly traded companyনহেঃউক্ত আয়ের ৪০%;
(গ) মার্চেন্ট ব্যাংক এর ক্ষেত্রে-উক্ত আয়ের ৩৭.৫%;
(ঘ) সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে-উক্ত আয়ের ৪৫%;
(ঙ) মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে-উক্ত আয়ের ৪৫%; তবে শর্ত থাকে যে, মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি উহার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০% শেয়ার. যাহার মধ্যে Pre Initial Public Offering Placement 5% এর অধিক থাকিতে পারিবে না, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করত: Publicly traded company তে রূপান্তরিত হয় সেই ক্ষেত্রে করের হার হইবে৪০%;   তবে আরও শর্ত থাকে যে, যদি এইরূপ কোম্পানি উহার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০% শেয়ার Initial Public Offering (IPO) এর মাধ্যমে হস্তান্তর করে, তাহা হইলে এইরূপ কোম্পানি উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বৎসরে প্রযোজ্য আয়করের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ করিবে;  
(২) কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীনে বাংলাদেশে নিবন্ধিত কোন কোম্পানি অথবা আইন অনুযায়ী গঠিত সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠান হইতে ১৪ আগষ্ট, ১৯৪৭ এর পরে ইস্যুকৃত, প্রতিশ্রুত ও পরিশোধিত পুঁজির উপরে ঘোষিত ও পরিশোধিত ডিভিডেন্ড আয়ের উপর বা বাংলাদেশেনিবন্ধিত নহে এইরূপ বিদেশী কোম্পানির মুনাফা প্রত্যাবাসন যাহা Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 2 এর clause (26) এরsub-clauses (dd) অনুসারে লভ্যাংশ হিসাবে গণ্য, তাহার উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ২০%
(৩) কোম্পানি এবং ব্যক্তি-সংঘ নহে, বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) এইরূপ অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ৩০%;
(৪) কোম্পানি নহে, সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক এইরূপ করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ৪৫%;
(৫) কোম্পানি নহে, ব্যক্তি-সংঘ, আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি এবং অন্যান্য করারোপযোগ্য সত্তার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ৩০%;
(৬) সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ১৫%
(৭) বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারিমেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ এর উদ্ভুত আয়ের উপর প্রযোজ্য কর-উক্ত আয়ের ১৫%।

সারচার্জের হার

অনুচ্ছেদ-ক

ব্যক্তি-করদাতা  (assessee being individual)এর ক্ষেত্রে,Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses) তে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে, আয়কর প্রযোজ্য এইরূপ আয়ের উপর প্রযোজ্য আয়করের উপর নিম্নরূপ হারে সারচার্জ প্রদেয় হইবে, যথাঃ-

সম্পদসারচার্জের হার
(ক) নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকা পযন্ত-শূন্য
(খ) নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নহে- বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা, কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি১০%
(গ) নীট পরিসম্পদের মূল্যমান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নহে-২০%
(ঘ) নীট পরিসম্পদের মূল্যমান বিশ কোটি টাকার অধিক কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক নহে-৩০%
(ঙ) নীট পরিসম্পদের মূল্যমান পঞ্চাশ কোটি টাকার অধিক হলে-৩৫%

ব্যাখ্যা।-এই অনুচ্ছেদে-

(১) “নীট পরিসম্পদের মূল্যমান” বলিতে Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 80অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses তে প্রদর্শনযোগ্য নীট পরিসম্পদের মূল্যমানকে(total net worth) বুঝাইবে; এবং

(২) “মোটর গাড়ি” বলিতে প্রাইভেট কার, জীপ বা মাইক্রোবাসকে বুঝাইবে।

অনুচ্ছেদ খ

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে।